উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হলেন কে পালানিস্বামী৷ ঘোষণা করলেন তামিলনাড়ুর রাজ্যপাল সি বিদ্যাসাগর। আজ সকালে সরকার গঠনের জন্য এডিএমকে দলের পরিষদীয় নেতাদের ডেকে পাঠান রাজ্যপাল।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের সাজা ঘোষণার পরই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীত্বের দাবিদার শশীকলা আম্মার আস্থাভাজন পন্নীরসেলভমকে দল থেকে বহিষ্কার করেন। দলে নিজের আধিপত্য বজায় রাখতে নিজের আস্থাভাজন পালানিস্বামীকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করে যান।
এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করে ১২৪ জন বিধায়কের সমর্থনের একটি তালিকা জমা দেন পালানিস্বামী৷ প্রতিদ্বন্দী পন্নিরসেলভমের ঝুলিতে ছিল মাত্র ৮ জন বিধায়কের সমর্থন। সংখ্যাগরিষ্ঠতার হিসাবে মুখ্যমন্ত্রীত্বের পদ ছিনিয়ে নিলেন শশীকলার অনুগত কে পালানিস্বামী৷ কিন্তু আগামী ১৫ দিনের মধ্যে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলে তবেই হবে গদি রক্ষা।
from Uttarbanga Sambad http://ift.tt/2llAAj1
February 16, 2017 at 06:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন