উইয়াংচান, ১৬ ফেব্রুয়ারী- ম্যাচ ফিক্সিংয়ের দায়ে লাওস ও কম্বোডিয়ার ২২ জন ফুটবলার ও কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এশিয়ায় এটাই ফিক্সিংয়ের অভিযোগে সবচেয়ে বড় শাস্তি প্রদানের ঘটনা। এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ২০১৪ সালে শুরু হওয়া খেলোয়াড়দের মাঠের ভঙ্গিমা ও তদন্তের ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়েছে। তদেন্তে প্রমাণিত হওয়ায় তাদের শাস্তি দেয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশীয় ফুটবলের এই শীর্ষ সংগঠন জানায়, লাওস ও কম্বোডিয়ায় ম্যাচ পাতানোর দায়ে লিও টয়োটা এফসির প্রতিনিধিসহ সেখানকার বিভিন্ন ক্লাবের ২২ কর্মকর্তা ও খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করেছে এএফসির ডিসিপ্লিনারি কমিটি। এর ফলে তারা ফুটবল ও এই খেলা সংশ্লিষ্ট কোন কর্মকান্ডে জড়িত হতে পারবে না।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kWnMib
February 17, 2017 at 01:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন