গোলাম মোস্তফা ● চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার গ্রামে মো. মাসুম হত্যার ঘটনায় তার পিতা মো. ফজলুল হক বাদি হয়ে চান্দিনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বুধবার রাতে চান্দিনা থানায় ওই মামলা দায়ের করা হয়। মামলায় ৯ জনকে আসামী করা হয়। আসামীদের মধ্যে মাইজখার গ্রামের সাহেব আলীর ছেলে মো. সেলিম (২৬) কে বৃহস্পতিবার দুপুরে গ্রামবাসী আটক করে চান্দিনা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যা মামলার প্রধান আসামী মো. শাহজাহানসহ অন্য আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা জানান, ‘মামলার এজাহারভুক্ত একজন আসামীকে আমরা গ্রেফতার করেছি। প্রধান আসামীসহ বাকীরা পলাতক রয়েছে। তবে আমরা গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব শীঘ্রই তাদের গ্রেফতার করতে সক্ষম হব।’
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে নিহত মো. মাসুম এর গ্রামের বাড়িতে তার লাশ পৌঁছে। এসময় তার বাড়িতে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। খবর পেয়ে হাজার হাজার মানুষ লাশ দেখতে যায়। বিকেল ৫টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এদিকে ওই ঘটনায় নিহতের ভাই রেহান মাসুদ গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় সে এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের পরিবারে এখন চলছে শোকের মাতম।
অপরদিকে নিহতের গ্রামবাসী চান্দিনা-কাদুটি সড়কে মাইজখার এলাকায় রাস্তা বন্ধ করে বৃহস্পতিবার দিন ব্যাপী বিক্ষোভ করেন। এসময় তারা অবিলম্বে প্রধান আসামী সহ সব আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে গত বুধবার বিকেলে নিহতের পরিবারকে সমবেদনা জানাতে মাইজখার গ্রামে যান চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী।
উল্লেখ্য, গত বুধবার সিএনজি অটোরিক্সার চালকের সাথে ভাড়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে মো. মাসুম কে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
from Comillar Barta™ http://ift.tt/2llImt9
February 16, 2017 at 06:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন