পাচারের আগেই উদ্ধার ৩১টি গোরু

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রাধাবাড়িঃ পাচারের আগেই প্রায় ৬ কিলোমিটার পিছু নিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের গন্ডারমোড় থেকে ৩১ টি গোরু উদ্ধার করলেন রাধারবাড়ি বিএসএফ জওয়ানরা। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি গাড়ি এবং গ্রেফতার করা হয়েছে ৪ জন পাচারকারিকে।

বিএসএফ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ফুলবাড়ি এলাকায় বিএসএফ জওয়ানরা নিয়মিত নজরদারি চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন কাষ্টম বিভাগের কর্মীরাও। সেইসময় একটি লরি এবং পিক-আপ ভ্যানকে থামতে বললে চালকরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। গাড়িগুলি উত্তর দিনাজপুরের কানকি থেকে কোচবিহার হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃতরা বিএসএফ-এর জেরায় স্বীকার করেছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2l8a8X5

February 04, 2017 at 09:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top