চট্টগ্রাম, ০৪ ফেব্রুয়ারি- জাতীয় দল বারবার উপেক্ষা করলেও নিজের আত্মবিশ্বাস হারায়নি বাংলাদেশ দলের দ্য ফিনিসার খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। বাংলাদেশ দল যখন ভারতের হায়দারাবাদে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তখন ব্যাট হাতে তাণ্ডব চালালেন নাসির। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নর্থ জোনের হয়ে খেলেছেন তিনি। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের বিপক্ষে ব্যাট করে নর্থ জোন। দিনের শুরুতেই বল হাতে সফলতার দেখা পায় সেন্ট্রাল জোনের বোলাররা। বিসিএলের দ্বিতীয় রাউন্ডের শুরুতেই স্বরূপে চ্যাম্পিয়নরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নাসিরের নর্থ জোন। দ্বিতীয় ওভারেই উইকেট পায় সেন্ট্রাল জোন। এরপর জুনায়েদ সিদ্দীকের ব্যাটে প্রতিরোধ গড়ে তুলে বিসিবি একাদশ। চা-বিরতিতে ৩ উইকেট হারিয়ে বিসিবির সংগ্রহ ১৮৪ রান। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থেকে জুনায়েদ সিদ্দীক বিরতিতে যায়। তার সঙ্গে নাসির হোসেন ৪১ রানে অপরাজিত থেকেও পরে চার-ছক্কার ঝলকে ৫৫ রান করেই উইকেটরক্ষক নূরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। ৭৬ বলে ৬টি চার এবং ১টি ছক্কায় ৫৫ রানের এ ইনিংসটি সাজায় নাসির। এফ/২০:৩১/০৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kzS4bf
February 05, 2017 at 03:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top