দীর্ঘতম পথ পাড়ি দেয়া ফ্লাইটের অবতরণ

palinকাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট দীর্ঘতম পথ পাড়ি দিয়ে সোমবার নিউজিল্যান্ডে অবতরণ করেছে। দোহা-অকল্যান্ড রুটে সার্ভিস দিতে ফ্লাইটটিকে ১৪ হাজার ৫৩৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। এ পর্যন্ত কোন ফ্লাইটের এটি দীর্ঘতম পথ পাড়ি দেয়ার রেকর্ড।
ওই এয়ারলাইন্সের টুইট করা এক বার্তায় বলা হয়, ‘আমাদের ফ্লাইট কিউআর৯২০ স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিটে (গ্রিনিচ মান সময় রোববার ১৮২৫ টা) অকল্যান্ডে আনুষ্ঠানিকভাবে অবতরণ করে। ১৬ ঘন্টা ২৩ মিনিট উড়ার পর নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই দূর যাত্রার বোয়িং ৭৭৭-২০০এলআর সেখানে অবতরণ করে।
কাতার এয়ারওয়েজ জানায়, ফ্লাইটটিতে চারজন পাইলট ও ১৫ জন কেবিন ক্রু দায়িত্বে ছিলো। দীর্ঘ এ পথ অতিক্রম করতে কেবিন ক্রুরা এক হাজার ১ শ’ কাপ চা ও কফি, দুই হাজার বোতল কোল্ড ড্রিংকস এবং এক হাজার ৩৬ প্লেট খাবার সরবরাহ করেন।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lf6wSC

February 06, 2017 at 06:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top