এরশাদ মার্কেট গুঁড়িয়ে দেয়া হলো

q21রাজধানীর নন্দীপাড়ার-ত্রিমুহনী খাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান শুরু করে। এ সময় খালের উপর অন্যান্য অবৈধ স্থাপনার পাশাপাশি ‘অবৈধভাবে’ বরাদ্ধ দেয়া জেলা পরিষদের ৭২টি দোকানও উচ্ছেদ করা হয়। মার্কেটটির নাম ‘মাদারটেক-নন্দীপাড়া বাণিজ্যিক বিপনী’ হলেও এরশাদ সরকারের সময় বরাদ্ধ দেয়ায় মার্কেটটি স্থানীয়ভাবে ‘এরশাদ মার্কেট’ নামেও পরিচিত।

সরেজমিনে দেখা গেছে, সোমবার বেলা সাড়ে ১২টা ৫০ মিনিটে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নন্দীপাড়া খাল এলাকায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে খাল উদ্ধার অভিযানের ঘোষণা দেন। তবে এর আগেই রাস্তার পাশে থাকা বেশিরভাগ অস্থায়ী টিনের তৈরি ঘর নিজেরাই ভেঙ্গে নিয়ে যায় দোকান মালিকরা। যেগুলো বাকি ছিলো সেগুলোও অভিযানের শুরুতে বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়।

জেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্ধ দেয়ায় ‘মাদারটেক-নন্দীপাড়া বাণিজ্যিক বিপনী’ ভাঙার বিষয়ে সংশয় ছিলো। বিষয়টি ঢাকা ওয়াসার পক্ষ থেকে মেয়র সাঈদ খোকনকে জানানো হলে তিনি ভাঙার নির্দেশ দেন। বিষয়টি বুঝতে পেরে দোকানিরা তাদের মালামাল দ্রুত সরাতে থাকে। এর মধ্যেই শুরু হয় উচ্ছেদ অভিযান।
উদ্ধার অভিযানের আগে দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বলেন, নন্দিপাড়ার এ খাল উদ্ধারের মাধ্যমে রাজধানীর ঢাকার খাল উদ্ধার অভিযান শুরু হলো। যেখানেই অবৈধ স্থাপনা রয়েছে, সরকার কিংবা জনগণের সম্পত্তির অবৈধ দখল রয়েছে সেখানেই উচ্ছেদ অভিযান চালানো হবে।
তিনি বলেন, ঢাকা শহরে কোনো প্রকার মাস্তানি, দখলবাজি চলবে না। রাজধানীতে জলাবদ্ধতার অন্যতম কারণ খাল দখল। এ খালগুলো রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব।
তিনি আরো বলেন, আমরা আজকে উদ্ধার অভিযান শেষে সাত দিন পর আবার এসে পরিদর্শন করবো। এরমধ্যে কেউ যদি আবার অবৈধভাবে স্থাপনা তৈরি করে তবে ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম চৌধুরী, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম প্রমুখ। ডিএসনির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো: নাজমুস শোয়েব ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন।
গত ২২ জানুয়ারি ঢাকা ওয়াসা, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও দক্ষিণ সিটি করপোরেশনের এক যৌথ বৈঠকে ঢাকার খালগুলো উদ্ধারের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার ছিলো নন্দীপাড়া ত্রিমুহনী খাল উদ্ধারের নির্ধারিত সময়।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kd8cfc

February 06, 2017 at 06:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top