উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ নাম শ্যেফ কোডি হারম্যান। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। জন্মগত ভাবে শারীরিক দিক থেকে একজন নারী হলেও ছিলেন মানসিক দিক থেকে একজন পুরুষ। ছেলেবেলা থেকেই ভালোবাসতেন ছেলেদের পোষাক পরতে, ছেলেদের খেলায় অংশগ্রহণ করতে। কিন্তু পরিবারের চাপে অগত্যা বেছে নিতে হয় পুরুষ সঙ্গীকে। বিয়ে হয়ে গেলেও টেকেনি বেশিদিন। শারীরিক ও মানসিক পরিস্থিতিই এর জন্য দায়ী বলে মনে করেন হারম্যান। তারপরই নেন জীবন পাল্টানোর সেই সিদ্ধান্ত।
চিকিত্সকের পরামর্শ নিয়ে শুরু হয় লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া। প্রথমে বাদ পড়ে জড়ায়ু। স্তনের আকারও পাল্টে ফেলা হয়। নিয়মিত শরীরে প্রবেশ করতে থাকে পুরুষ হরমোন। ধীরে ধীরে পুরুয হয়ে উঠতে থাকেন কোডি। পুরোপুরি পুরুষ হয়ে ওঠার জন্য চিকিত্সকের পরামর্শে শুরু করেন ওয়েট ট্রেনিং, নিয়ন্ত্রিত ডায়েট ও পেশিবহুল ব্যায়ামের মাধ্যমে পেশিবহুল শরীর তৈরির একাগ্র সাধনা।
প্রবল অধ্যাবসায়কে সম্বল করে পেশাদার বড়ি বিল্ডার হয়ে ওঠেন কোডি। যোগ দেন একাধিক প্রতিযোগীতায়। ইতিমধ্যেই ট্রান্সজেন্ডারদের বডি বিল্ডিং প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অধিকার করেন কোডি।
from Uttarbanga Sambad http://ift.tt/2kUg89v
February 24, 2017 at 07:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন