আপনাদের ভোটের পবিত্রতা রক্ষা করব —এড. টুটুল

নিজস্ব প্রতিবেদক ● আদর্শ সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও সদ্য সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল বলেছেন, বিগত আড়াই বছর উপজেলা ভাইস-চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে সততা,ন্যায়পরায়নতা ও নিষ্ঠার সাথে সদর উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছি। এসময় ক্ষমতার অপব্যবহার করিনি। নিজেকে কোন অন্যায় কাজে যুক্ত করিনি। কোন অন্যায়কে প্রশয় দেইনি। মাদক- চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলাম। বিগত নির্বাচনে আপনরা আমাকে অনেকে না চিনে ভোট দিয়েছিলেন। আপনাদের ভোটের মর্যাদা রাখতে গিয়ে সকল অন্যায় কর্মকান্ড থেকে দূরে থেকে আপনাদের পাশে ছিলাম।  বিগত দিনগুলির ন্যায় আগামী দিনগুলিতে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সন্তান হিসাবে ভাই হিসেবে সেবা করতে চাই। কথা দিচ্ছি আপনাদের পবিত্র ভোটের পবিত্রতা অতীতের মতো রক্ষা করে সুখে দুঃখে আপনাদের পাশে থাকব।

শুক্রবার ১ নং কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর ও  ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার ও অরন্যপুর এলাকায় আয়োজিত উঠান বৈঠকে নৌকা প্রতীকের প্রার্থী এড. মো. আমিনুল ইসলাম টুটুল এসব কথা বলেন।

তিনি শুক্রবার দিনব্যাপী ১ নং কালিরবাজার ইউনিয়নে ব্যাপক গনসংযোগ করেছেন। এসময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. সেকান্দর আলী সহ দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গনসংযোগ শেষে বিকালে এড. মো. আমিনুল ইসলাম টুটুল এর নৌকা প্রতীকের সমর্থনে আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. সেকান্দর আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক কাজী খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো. মফিজুল ইসলাম, হাজী আবদুল হালিম, রুহুল আমিন মজুমদার সহ অনান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

রাতে এড. মো. আমিনুল ইসলাম টুটুল এর নৌকা প্রতীকের সমর্থনে জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার ও অরন্যপুর গ্রামে উঠান বৈঠক করেন। এসময় ইউপি চেয়ারম্যান মোঃ মামনুর রশিদ মামুন সহ স্থানীয় আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের  বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং এলাকার বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিল।



from Comillar Barta™ http://ift.tt/2lzO5uS

February 24, 2017 at 07:56PM
24 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top