ঢাকা, ২১ ফেব্রুয়ারি- বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ডুব। সম্প্রতি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি সিনেমাটি সেন্সরে যাওয়া সাময়িকভাবে স্থগিত করেছে। তারপর সিনেমাটি নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক বেড়েই চলেছে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। তবে এতদিন বিষয়টি একদম মুখ খুলেননি এই অভিনেতা। তবে ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে তে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরফান খান বলেন, আমি এই সিদ্ধান্তে আশ্চর্য হয়েছি। সিনেমাটি মানুষের আবেগকে কেন্দ্র করে, একজন পুরুষ ও নারীর মধ্যে সম্পর্ক নিয়ে তৈরি। একটি সিনেমা কী করে সমাজের ক্ষতির কারণ হয়? শোনা যাচ্ছে, ডুব সিনেমায় ইরফান খানের চরিত্রের নাম জাভেদ হাসান। তিনি একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করছেন। যিনি তার স্ত্রীকে ছেড়ে একজন অভিনেত্রীকে বিয়ে করেন। এমনকি যে অভিনেত্রীকে বিয়ে করেন সে তার মেয়ের বান্ধবী। যা অনেকটা বাংলাদেশের প্রথিতযশা হুমায়ূন আহমেদের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলে যায় বলে অভিযোগ উঠেছে। যৌথ চলচ্চিত্রের নীতিমালা মেনে গত ১২ ফেব্রুয়ারি প্রিভিউ কমিটির কাছে জমা দেওয়া হয় সিনেমাটি। প্রিভিউ শেষে গত ১৫ ফেব্রুয়ারি এক অনাপত্তিপত্রের মাধ্যমে ছাড় দেয় কমিটি। কিন্তু তার এক দিন পরই ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টায় এক আদেশে অনাপত্তিপত্রটি স্থগিত করা হয়। এদিকে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা হওয়ার আগেই পরিচালক-অভিনেত্রী মেহের আফরোজ শাওন সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ডে একটি চিঠি পাঠিয়েছিলেন। শাওন সেন্সর বোর্ডে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, বিভিন্ন সংবাদমাধ্যম মারফরত জানতে পারি ডুব সিনেমা জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে তৈরি করা হয়েছে। এতে পরিবারের কারো অনুমতি নেয়া হয়নি। তাই বিষয়টি সেন্সর বোর্ড কর্তৃপক্ষের নজরে নেয়ার অনুরোধ জানাচ্ছি। ডুব সিনেমার ইংরেজি নাম নো বেড অব রোজেস। এতে অভিনয় করেছেন ভারতের ইরফান খান, পার্ণো মিত্র, ব্রাত্য বসু। বাংলাদেশের রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা। চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা দু:খজনক জানিয়ে গতকাল ফারুকীর পাশে দাড়িয়েছিলেন বলিউডের অন্যতম সফল পরিচালক মধুর ভান্ডারকার। এফ/০৮:৪২/২১ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m2riJr
February 21, 2017 at 02:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top