কুমিল্লা বিভাগের নামকরণ ’কুমিল্লা’ করার দাবিতে গতকালও কুমিল্লা মহানগরসহ জেলার ১৭টি উপজেলায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদি মিছিল হয়েছে। ‘কুমিল্লা’ ছাড়া অন্য নাম মানি নাÑ এ স্লোগানে অব্যাহত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল ১০টার পর থেকেই কুমিল্লার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতা কর্মী ও শিক্ষাঙ্গণের শিক্ষার্থীরা কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি ও মিছিল করে।
মিছিল-মানববন্ধন ও সমাবেশে একটাই দাবি উত্থাপন করেছেন সবাই-‘কুমিল্লা বিভাগ, কুমিল্লা নামেই চাই।’
সকালে কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে কুমিল্লা নাগরিক ফোরাম। মানববন্ধন কর্মসূচি চলাকালে ‘কুমিল্লা’ নামেই বিভাগের দাবিতে বক্তব্য রাখেন কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল, সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হাসান, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, অধ্যক্ষ মুহম্মদ শফিকুর রহমান, কাজী মো: নজরুল, নাসিরুল ইসলাম মজুমদার, মো: কামাল উদ্দিন, আ তা ম হুমায়ুন কবীর, চঞ্চল চক্রবর্তী, উত্তম কুমার বৈদ্য, শাহাদাত হোসেন আজাদ, মো: আবদুর রাজ্জাকসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে টাউন হল মাঠের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন জাগ্রত মাবনতা নামের একটি সামাজিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। এছাড়াও একই সময়ে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা সচেতন ছাত্র সমাজ, কুমিল্লা জিলা স্কুল, জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী সমিতি, কুমিল্লা সাধারণ ছাত্র সমাজ, আমরা কুমিল্লার সন্তান, ইষ্টার্ণ ইয়াকুব প্লাজাসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষাঙ্গণের শিক্ষার্থীবৃন্দ।
ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মো: আলগীর খান, ইষ্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতি সভাপতি আলহাজ্ব নুরে আলম ভূইয়া, প্রধান উপদেষ্টা এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, সেক্রেটারি মনজুরুল আলম ভূইয়া, আবদুল্লাহিল বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সদস্য হাসান মোরশেদ, সাংবাদিক হুমায়ুন কবীর রনি প্রমুখ। মানববন্ধন কর্মসূচি সঞ্চালকের দায়িত্ব পালন করেন রেজবাউল হক রানা।
বিকেলে কান্দিরপাড় পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন সচেতন কুমিল্লাবাসী। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ভাসাসৈনিক আবদুল জলিল, কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, দেলোয়ার হোসেন, শাহ মুজিবুল হক, ওমর ফারুক, মাসুদ নোমানী, সৈয়দ হাবিবুর রহমান সজিব, ফয়েজ মোল্লা জুয়েল, ফয়সাল খাঁন, নাবিল হাসান অনিমেষ, মো: আরিফুল হাসান, সাইফুদ্দিন, শাওন, অনিক দে, নীলাঞ্জন দাস, সৈয়দ সহিদুল আলম, জহিরুল ইসলাম, উল্লাস দে, শুভ দে, মেহেদী হাসান, সাঈদ খোকন, রাহী সারওয়ার আহমেদ, রবীন, অন্তু, মামুন, নিহাল, আহাদ, ইসরাক, সৈকত, সাব্বির আহমেদ ছোটন, মো: কামাল, তুহিন, কচি খান, লাবিব আমিন, রিসালাত অন্তু, নাইমুল হাসান, বাউল শিল্পী কামাল হোসেন প্রমুখ।
এদিকে গতকাল জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুলিশ লাইন রোডে কুমিল্লা বিভাগ ‘কুমিল্লা’ নামকরণের দাবিতে বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মনজিল আহাম্মদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা জমির উদ্দিন খান জম্পি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম বাঁগিচাগাঁও জামে মসজিদের সভাপতি ও ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব আবদুল জলিল, পাঁচথুবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা নাজমুল হাছান হিরন, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি নুরুন্নবী খন্দকার সেন্টু, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ হাসমত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সোহেল ও সদস্য কাউছার জামান কায়েছ। এছাড়া উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু আহাদ দীপু, কামরুল হাসান স্বপন, মাসুদুল আলম নয়ন, মনজুর হোসেন (মঞ্জু), আব্দুল আজিজ মোল্লা, মোঃ লিন্টু সহ মার্কেটের সকল ব্যবসায়ীগণ। মানববন্ধন পরিচালনা করেন দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সিরাজী।
এছাড়াও কুমিল্লার ১৭টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থাসমূহ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
from Comillar Khabor – Comilla News http://ift.tt/2kT2XkB
February 21, 2017 at 08:13AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন