উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, হায়দরাবাদঃ ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ব্রায়ান লারা। হায়দরাবাদে একটি গলফ প্রতিযোগিতায় যোগ দিতে এসেছেন লারা।
৯ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট। ফলে কোহলি গত বছরের দুরন্ত ফর্ম ধরে রাখতে পারেন কিনা সেই দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। বিরাটের প্রশংসা করে ক্যারিবিয়ান কিংবদন্তি বলেছেন, ‘বিরাট কোহলি সমসাময়িক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। তাঁর ব্যাটিংয়ে নিজস্ব ভঙ্গি আছে। আমি অন্য কারও সঙ্গে তাঁর তুলনা করতে চাই না। এমনকি তাঁর অধিনায়কত্বেরও নিজস্বতা আছে। সেটি কার্যকরী প্রমাণিত হয়েছে।’
একসময়ের সতীর্থ শচীন তেন্ডুলকরেরও প্রশংসা করেছেন লারা। তিনি বলেছেন, ‘শচীন নিজের সেরা ফর্মে থাকার সময় অন্য ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা ছিলেন। তিনি অবসর নেওয়ার পর একঝাঁক তরুণ একইভাবে ভালো খেলে চলেছেন।’
from Uttarbanga Sambad http://ift.tt/2k9L6WJ
February 05, 2017 at 04:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.