হায়দ্রাবাদ, ০৫ ফেব্রুয়ারি- ভারত সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতের এ দলের বিপক্ষে ২২৪ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। রবিবার হায়দ্রাবাদে প্রস্তুতিমূলক ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। দলীয় ২২ রানে ভারত এ দলের চামা মিলিন্দের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন ইমরুল। অন্যদিকে দলীয় ৪৪ রানে আনিকেত চৌধুরির বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম। হায়দ্রাবাদের জিমখানা স্টেডিয়ামে হওয়া প্রস্তুতি ম্যাচে আউট হওয়ার আগে ইমরুল কায়েস করেন ৪ রান। অন্যদিকে দায়িত্বশীল একটি ইনিংস খেলার আশা জাগিয়েও ব্যক্তিগত ১৩ রানে বোল্ড আউট হন তামিম ইকবাল। তবে ওয়ান ডাউনে নেমে ইনিংসের হাল ধরেন সৌম্য সরকার। ৭৩ বলে ৫২ রান করে বিদায় নেন তিনি। তার ইনিংসে ছিলো ৯টি চার ও একটি ছক্কা। এছাড়া অধিনায়ক মুশফিক করেন ৫৮ রান। তার ইনিংসে ছিলো ৮চি চার ও একটি ছক্কা। শেষ দিকে সাব্বির রহমানে ৩৩ ও লিটন দাসের অপরাজিত ২৩ রানের সুবাদে ২২৪ রান করে বাংলাদেশ। হাতে দুই উইকেট রেখেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুশফিক। এফ/১৬:৫৫/০৫ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lblQzJ
February 05, 2017 at 10:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top