ঢাকা, ০৩ ফেব্রুয়ারি- অপেক্ষার পালা শেষ, এবার দেশজুড়ে মুক্তি আগামী ৭ এপ্রিল (শুক্রবার) মুক্তি পাচ্ছে সত্তা ছবিটি। এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। সত্তা ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান ও কলকাতার আলোচিত অভিনেত্রী পাওলি দাম। নির্মাতা কল্লোল বলেন, শাকিব-পাওলি দুদেশের তারকা শিল্পী। তাদের সিডিউল না মেলায় ছবির নির্মাণ কাজ শেষ করতে দেরি হয়েছে। তবে আমি যত্ন নিয়ে ছবিটি বানিয়েছি। সবার কাছে ছবিটি ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। এদিকে শাকিবের ভিন্ন লুক আর কলকাতার অভিনেত্রী পাওলির সঙ্গে প্রথমবার তার অভিনয় দেখতে অপেক্ষায় দুই বাংলার দর্শক। পাশাপাশি ছবির গানগুলোও এরইমধ্যে বেশা সাড়া ফেলেছে। সোহানী হোসেনের মা গল্প অবলম্বনে নির্মিত হয়েছে সত্তা। ছবির সব কয়টি গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গেল সপ্তাহে বিনা কর্তনে সেন্সের বোর্ডের ছাড়পত্র লাভ করে সত্তা ছবিটি। শাকিব-পাওলি ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রিনা খান, শিমুল খান প্রমুখ। এফ/২১:২৩/০৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kpld6d
February 04, 2017 at 03:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top