‘নির্দিষ্ট পরিবার ও কিছু ব্যক্তির নিরাপত্তার জন্যই নাগরিকত্ব আইন’

qwএকটি নির্দিষ্ট পরিবার ও কিছু ব্যক্তির নিরাপত্তার জন্যই সরকার ‘নাগরিকত্ব আইন-২০১৬ খসড়া’ প্রণয়ন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে গুলশানের একটি মিলনায়তনে বিএনপির উদ্যোগে বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬ খসড়া নিয়ে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘এই আইনের উদ্দেশ্য কী? অনেকে আলোচনা করেছেন, তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা বুঝি, এই আইনের উদ্দেশ্য হচ্ছে, তাদের (শাসকদল) ক্ষমতাকে আরও বেশি সংহত করা, শাসকগোষ্ঠির নিরাপত্তা প্রদান করা’।

‘অনেকে আলোচনা করেছেন, কোনো একটি নির্দিষ্ট পরিবার বা কিছু ব্যক্তি বা শাসকগোষ্ঠির কিছু মানুষকে শুধুমাত্র প্রটেকশন দেওয়ার জন্যই এই আইন করা হচ্ছে’।

বিএনপির মহাসচিব বলেন, এটা পরিষ্কার যে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সুপরিকল্পিতভাবে একদলীয় শাসন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেখানে অন্য কোনো মত, অন্য কোনো পথ থাকবে না। তাদের চিন্তার মানুষগুলোই থাকবে। সেই লক্ষ্যে তারা একটার একটা আইন করে চলেছে।

গত বছরের ১ ফেব্রুয়ারি এই আইনের খসড়ায় প্রাথমিক অনুমোদন দেয় মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রস্তাবিত নাগরিকত্ব আইনটি আইন মন্ত্রণালয়ে এসেছে ভেটিংয়ের জন‌্য।

নাগরিকত্ব আইনের খসড়ায় প্রবাসীদের বিষয়ে প্রস্তাবনার সমালোচনা করে ফখরুল বলেন, ‘এই খসড়ায় প্রবাসীদের কথা বলা হয়েছে যে, তারা দেশে ফিরে আসলে ৬ বছরের আগে কোনো রাজনৈতিক দল করতে পারবে না, কোনো সংগঠন করতে পারবে না, এমনকি স্থানীয় সরকার নির্বাচনে পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে না’। এরকম একটা অদ্ভুত আইন এটি। মানুষের অধিকার হরণে এ রকমের আইন হতে পারে না- এটা আমরা কল্পনাও করতে পারিনা।

সরকার মৌলিক অধিকার হরণ করছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘নাগরিকত্ব আমার মৌলিক অধিকার। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রাকৃতিক অধিকার। যেখানে আমি জন্মগ্রহণ করব, সেখানে আমার নাগরিকত্ব থাকবে। আজকে মানুষকে নাগরিকত্বহীন করা হচ্ছে’।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আইনটির খসড়া দেখে মনে হচ্ছে এটি হয় অপরিপক্বতা, না হয় অমনোযোগিতায় করা হয়েছে। তা না হলে এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। তিনি আইনের খসড়াকে ‘নেতিবাচক’ মন্তব্য করে বলেন, ‘তাদের মাইন্ডসেটে কি আছে, কি উদ্দেশ্যে করেছেন, তা তো আমরা জানি না। এটা কী ভ্রান্তি, এটা কী ছেলে-খেলা?’



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2l4YADb

February 03, 2017 at 09:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top