কুবির মার্কেটিং বিভাগে শিক্ষা বৃত্তি প্রদান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিার্থীকে বিভাগীয় শিা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিার্থী তানজিনা ইয়াসমিন কাকলি। সে ২০১১-২০১২ সেশনের শিার্থী। স্নাতকে সর্বোচ্চ সিজিপিএ (৩.৯৩) পাওয়ায় প্রথমবারের মতো তাকে এ বৃত্তি দেয়া হয়। সোমবার বিকালে বিভাগের সহযোগী সংগঠন ‘ক্যাফে মার্কেটিং’ এর আয়োজনে বৃত্তির এককালীন দশ হাজার টাকার চেক কাকলির নিকট হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সভাপতি ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, শিক সমিতির সাধারণ সম্পাদক এবং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদি হাসান, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ, বিভাগের ছাত্র উপদেষ্টা মোঃ মইনুল হাসান, মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী এবং প্রভাষক আওলাদ হোসেন বিপ্লব । অনুভুতি জানতে চাওয়া হলে বৃত্তিপ্রাপ্ত শিার্থী কাকলি জানান, ‘ শিাজীবনের প্রতিটি অর্জনই মধুর।

আর নিজ ব্যাচের সর্বোচ্চ রেজাল্টধারী হতে পেরে আমি খুবই আনন্দিত । স্নাতকোত্তরেও এ রেজাল্ট অব্যাহত রেখে শিাজীবন শেষ করে শিকতার মত মহান পেশায় নিজেকে নিয়োজিত করতে চাই । বিভাগের সভাপতি ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘এ ধরনের উদ্যোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম । উদ্যোগটি বিভাগের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক শিার পরিবেশ তৈরি করবে বলে আমার বিশ্বাস ।’



from Comillar Khabor – Comilla News http://ift.tt/2lBuiLS

February 21, 2017 at 03:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top