ঢাকা, ২১ ফেব্রুয়ারি- আগামী ৭ মার্চ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বি-পাক্ষীক সিরিজ। দুইটি টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরতে যাচ্ছেন ইনজুরিতে থাকা দলের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। সে সাথে ফিলছেন দলের অন্যতম পেস শক্তি রুবেল হোসাইন। এদিকে প্রথম টেস্টে বাদ পড়েছেন ভারত টেস্টে দলে ডাক পাওয়া পেসার পেসার শফিউল ইসলাম। অপরদিকে ফিটনেস না থাকায় বাদ পড়েছেন টাইগার ওপেনার ইমরুল কায়েস। তার স্থলভাগে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসাইন। তবে দ্বিতীয় টেস্টের আগে যদি ফিটনেস ফিরে পান তবে দলে জায়গা পাবেন দেশ সেরা এ ওপেনার। ঐতিহাসিক ভারত টেস্টে ফিটনেস ও ফর্ম ইস্যুতে দলে জায়গা পায়নি পেসার রুবেল ও মোস্তাফিজ। দলে ডাক না পেলেও দুই পেসার খেলেছেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। বিসিএল সেন্ট্রাল জোনের হয়ে দুর্দান্ত পারর্ফমও করেন এ দুই বোলার। রুবেল হোসেন এক ইনিংসে ছয় উইকেট তুলে দলে ফেরার ইঙ্গিত দেন। অন্যদিকে একের পর এক নিয়ন্ত্রিত বোলিং করে ব্যাটসম্যানদের সমিহ আদায় করে নিয়েছিলেন দ্য ফিজ। দুই ম্যাচে চার ইনিংসে চার উইকেট পেলেও মুস্তাফিজের বোলিংয়ে সন্তুষ্ট ক্রিকেট কর্তারা। প্রথম টেস্টে ১৬ সদস্যের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও শুভাশীষ রায়। এফ/১৫:২৫/২১ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l2HYg1
February 21, 2017 at 09:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন