প্রসাশনের বাধা উপেক্ষা করে লাকসামে আবারও পুকুর ভরাট

নিজস্ব প্রতিবেদক ● বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর লাকসাম ফায়ার সার্ভিসের পাশে শত বছরের পুরনো একটি পুকুর ভরাটের কাজ প্রসাশন বন্ধ করে দিলেও শনিবার আবারও ওই পুকুরটি ভরাট করছে এলাকার এক প্রভাবশালী।

লাকসাম ফায়ার সার্ভিসের পাশে শত বছরের পুরনো ওই পুকুরটি কিছুদিন আগে স্থানীয় প্রভাবশালী সাফায়েত উল্যাহ নামে এক ব্যাংকার অবৈধভাবে ভরাট করছিলেন। ওই সময় খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না মাহমুদ পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন। এনিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সচিত্র সংবাদ প্রকাশিত হলে ওই প্রভাবশালী ব্যাংকার সংবাদকর্মীদের হুমকি দেয়।

এর কিছুদিন যেতে না যেতেই শনিবার সকাল থেকে আবারও ১০ থেকে ১২টি ট্রাক্টর দিয়ে পুকুর ভরাটের কাজ শুরু করে ওই প্রভাবশালী ব্যাংকার। প্রসাশনের বাধা উপেক্ষা করে প্রকাশ্যে পুকুর ভরাট করায় স্থানীয়দের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা বলছেন এলাকার একশ্রেণির প্রভাবশালীদের দেখায় দেখায় আজ কৃষি জমি, পুকুর-ডোবা ও নিচু জলাশয় ভরাটের মহোৎসব চলছে। পরিবেশ ও জলধারা আইনের তোয়াক্কা না করে ওই প্রভাবশালী ব্যাক্তিরা অবাধে ভরাট করছে পুকুর-ডোবা ও নিচু জলাশয় গুলো। এতে এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিস কর্মীদের পানি সংকটে পড়তে হচ্ছে।

এ দিকে গত ৬ থেকে ৭ বছরে লাকসামে ছোট বড় প্রায় শতাধিক পুকুর, দিঘী, ডোবা ও জলাশয় ভরাট হয়েছে। প্রসাশনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে প্রভাবশালীরা একের পর এক পুকুর-ডোবা, দিঘী ও জলাশয় ভরাট করছে নির্ভিঘেœ। এদিকে ব্যাংকার সাফায়েত উল্যাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না মাহমুদ বলেন, ওই পুকুরটি ভরাটের খবর পেয়ে কিছুদিন আগে তা বন্ধ করে দিয়েছি। এখন আবারও লোক পাঠিয়ে ভরাট কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা মোবারক আলী বলেন, এভাবে পুকুর, দিঘী, ডোবা ও জলাশয় ভরাট বন্ধ করা না গেলে একদিন আমাদের আরও ভয়াবহতার দিকে যেতে হবে। গত ২০ জানুয়ারী লাকসাম দৌলতগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টি, স্বর্নপট্টি ও মনোহরী পট্টিসহ বিভিন্ন দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দেড় শতাধিক দোকান পুড়ে যায়। আশে পাশে পুকুর বা জলাশয় না থাকার কারনে ওই ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।



from Comillar Barta™ http://ift.tt/2lutLfI

February 11, 2017 at 04:27PM
11 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top