ঢাকা, ১১ ফেব্রুয়ারি- মায়া, মোমেন্টস, দেয়াল শর্টফিল্ম নির্মাণের পর তরুণ নির্মাতা ভিকি জাহেদ এবার আসছেন দূরবীন নিয়ে। শর্টফিল্মটিতে অভিনয় করেছেন সঙ্গীত তারকা ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী নাদিয়া খানম ও রাজত্ব ব্যান্ডের তৌফিক আহমেদ। নতুন খবর হলো, ইউটিউবে মুক্তি পেয়েছে দূরবীনর প্রথম গান মোমের দেয়াল। তাহসানের কণ্ঠে গানটির সঙ্গীতায়োজন করেছেন রুম্মান চৌধুরী। যেখানে তাহসান-নাদিয়ার রোমান্টিক ক্যামিষ্ট্রি উপভোগ করতে পারবেন দর্শকরা। শর্টফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ভিকি জাহেদ নিজেই। এইচ টি এম রেকর্ডস এর ব্যানারে শর্টফিল্মটি প্রযোজনা করেছেন তাহসিন এন রাকিব এবং সহযোগী প্রযোজক হিসেবে আছেন মুহাম্মাদ তাজুল ইসলাম। আরো অভিনয় করেছেন মনসুর মুস্তাফিজ, সোহান বাবু ও ইহতিশাম আহমেদ। সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েত অর্পণ। পরিচালক ভিকি বলেন, দূরবীনএকটি বিভ্রমের গল্প। যে বিভ্রম এতটাই মায়াবী যে এর অস্তিত্বের ব্যাপারে মানুষের বিন্দুমাত্র সন্দেহ থাকে না। গভীর ভালোবাসা ও মানব সম্পর্কের জটিলতা প্রায়ই এমন বিভ্রম সৃষ্টি করে আমাদের সামনে। আর মোমের দেয়াল তারই অংশ। দর্শকদের ভাল লাগবে। এফ/১৬:২৫/১১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ke3bqS
February 11, 2017 at 10:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top