কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগে পাইওনিয়র ক্রিকেট দল চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগের সোমবারের ফাইনাল খেলায়  পাইওনিয়ন ক্রিকেট দল ৩৪-২৮ গোলে জেলা হ্যান্ডবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । বিজয়ী দলের পক্ষে উল্লেখযোগ্য গোলদাতারা হলেন ইমন ৯টি, সজিব ও ইমাম প্রত্যেকে ৬টি করে এবং বিজিত দলের পক্ষে সাগর ১০টি, সোহাগ ও মাহবুব প্রত্যেকে ৬টি করে গোল করে। লীগের সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করে বিজয়ী দলের গোলকিপার মিনার। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শামীম খান ও রাকিবুল হোসেন, স্কোরার সৈয়দ ওয়াহেদুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিকুল আলম ভোতার সভাপতিত্বে খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমী, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, ইকবাল মনোয়ার খান চান্না, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও আজমাল হোসেন, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, নির্বাহী সদস্য আব্দুল হান্নান রজু, আজিজুল হক, শেখ আহসান হাবিব মিন্টু, মশিউর রহমান মিটু, শেখ ফরিদ সায়েম, সাধারণ সদস্য সালামত হোসেন, জালাল উদ্দীন, মোজাম্মেল হক, স্পন্সর প্রতিষ্ঠানের সিনিয়র জোনাল সেলস অফিসার  বোরহান আলী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২০-০২-১৭




from Chapainawabganjnews http://ift.tt/2l06oXb

February 20, 2017 at 12:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top