শিবগঞ্জ সীমান্তে ৪ হাজার পাতার বিড়ি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ, মনোহরপুর, শিংনগর ও ওয়াহেদপুর সীমান্তে পৃথক অভিযানে ফেনসিডিল ও পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি। তবে এসব অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
চাঁপাইনবাবগস্থ ৯’বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান এক প্রেস নোটে জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কিরনগঞ্জ বিওপি টহল দল বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকা থেকে ৩শ’ ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। একই সময় মনোহরপুর বিওপি সদস্যরা গোপলপুরঘাট এলাকা হতে ৪ হাজার প্যাকেট পাতার বিড়ি ও ১টি বাইসাইকেল আটক করে।

তিনি ঐ প্রেস নোটে আরো জানান, রবিবার সন্ধ্যায় শিংনগর বিওপি টহল দল মনাকষা ইউনিয়নের রাঘবপোষ্ট এলাকা হতে ১শ’ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওই দিনই ওয়াহেদপুর বিওপি সদস্যরা সোনারদি চর এলাকা হতে ১টি চোরাই ভারতীয় মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০২-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2leinDg

February 20, 2017 at 02:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top