উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ তিনদিনেই ম্যাচ পকেটে পুরে আসমুদ্র হিমাচলের সাধের টিম ইন্ডিয়াকে লজ্জার হার উপহার দিল অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ৩৩৩ রানে জয় তুলে নিল অসিরা। টানা ১৯ টেস্ট জেতার পর প্রথমবার নত শিকার করল কোহলি ব্রিগেড। ৪৪০ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১০৭ রানে অলআউট হয়ে যায় কোহলিরা। তৃতীয় দিনে চেতেশ্বর পূজারা (৩১) ছাড়া বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের কেউই ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার সেরা বোলার স্টিভ ও’কিফ (৩৫/৬)। ম্যাচে তাঁর ৭০ রানে একডজন উইকেট অস্ট্রেলিয়াকে সিরিজে ১-০র লিড এনে দিয়েছে। স্বপ্নের বোলিং করে কিফ ম্যাচের সেরার পুরস্কার তুলে নেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2lG7nP2
February 25, 2017 at 04:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.