ঢাকা, ২৫ ফেব্রুয়ারি- ঢাকাসহ সারা দেশের ১০টি প্রেক্ষাগৃহে চলছে শিশু অধিকারের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র শেষ চুম্বন। চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান সবই লিখেছেন পরিচালক মুন্তাহিদুল লিটন। চলচ্চিটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সানজিদা তন্ময়। সানজিদা তন্ময় বলেন, এ চলচ্চিত্রটির গল্পে একের পর এক চমক রয়েছে, তাই আমি এটি নিয়ে বেশ আশাবাদী। এটা গতানুগতিক কোনো প্রেমের গল্পের চলচ্চিত্র না, অনেকটা থ্রিলারধর্মী। শিশু নির্যাতনকে ঘিরেই চলচ্চিত্রের কাহিনী তৈরি হয়েছে বলে জানান তিনি। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন নবাগত নায়ক সাগর আহমেদ, শিমুল খান এবং শিশু শিল্পী রাইসা। ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে- বলাকা (ঢাকা), আনন্দ (ঢাকা), মণিহার (যশোর), সায়বাণী (ময়মনসিংহ), রূপকথা (শেরপুর), মনোয়ার (জামালপুর), ঝংকার (বকশীগঞ্জ), কল্লোল (মধুপুর), ভাই ভাই (সখিপুর), রাণীমহল (মাধবদী) প্রেক্ষাগৃহে। এফ/১৬:২০/২৫ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2la9gAh
February 25, 2017 at 10:21PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন