উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, তুফানগঞ্জঃ প্যাঁচার গন্ধে এবার লাটে উঠল পড়াশোনা। তুফানগঞ্জ ১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের নাককাটিগাছ উচ্চ বিদ্যালয়ের ঘটনা। নবম শ্রেণীর একটি ঘরে বাসা বেঁধেছে একদল প্যাঁচা। বনদপ্তরকে বারবার জানিয়েও লাভ হয়নি কিছুই। ক্ষোভ জমছে শিক্ষার্থী ও শিক্ষকদের মনে। ফলে বন্ধ রাখতে হচ্ছে ক্লাসরুম। দিনকয়েক আগে বেশ কিছু প্যাঁচা ওই ক্লাসরুমে ঢুকে পড়ে। তাদের শাবক ও বর্জ্য পদার্থের জেরেই এই দুর্গন্ধ। বিষয়টি বনদপ্তরের স্থানীয় তল্লিগুড়ি রেঞ্জে জানানো হলেও সেখান থেকে মেলেনি কোনো সদুত্তর।
from Uttarbanga Sambad http://ift.tt/2kNG9Dt
February 16, 2017 at 09:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন