কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ হলে কুমিল্লাবাসীকে অপমান সমতুল্ল হবেঃ সুবিদ আলী ভূঁইয়া

কুমিল্লা- ১, আসনের এম,পি ও প্রতিরক্ষা মন্ত্রনালয় বিষয়ক সভাপতি বলেন, খরবটা শোনার পর আমি কিছুক্ষন কথা বলার শক্তিই হারিয়ে ফেলেছিলাম, যদি কুমিল্লা নামে বিভাগের নামকরন করা না হয় তাহলে এটা অত্যন্ত দুঃখ’জনক হবে, কুমিল্লা বাসীকে অপমান-অপধস্ত করার সমতুল্ল হবে।

আমি বলতে চাই, দাউদকান্দি হতে চট্রগ্রাম পর্যন্ত যত গুলো জেলা আছে তার মধ্যে প্রাচিন ইতিসাস-ঐতীয্যের শহর এই কুমিল্লাই হলো অন্যতম সেরা জেলা শহর।

আমি দেশরত্ন ডিজিটাল বাংলার রুপকার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাব, কুমিল্লার মাটি ও মানষের হৃদয়ের সাথে, রক্তের সাথে মিশে থাকা নাম কুমিল্লা। এই কুমিল্লা নামেই যেন বিভাগ ঘোষনা করে কুমিল্লাবাসির দীর্ঘদিনে দাবী বাস্ত্ববায়িত করেন। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু।



from Comillar Khabor – Comilla News http://ift.tt/2lWzarP

February 16, 2017 at 09:31PM
16 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top