মুম্বাই, ১৬ ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইন্স ডে-তে কমল হাসান কন্যা শ্রুতি হাসানকে এক অজ্ঞাতপরিচয় যুবকের সঙ্গে মুম্বাই বিমানবন্দর থেকে বেরোতে দেখা গিয়েছে। বলিউড সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম মাইকেল কর্সেল। তিনি হলেন লন্ডনবাসী এক অভিনেতা। মাইকেল আদপে ইতালির লোক হলেও, লন্ডনের বাসিন্দা এখন। সেখানকার থিয়েটারে অভিনয় করেন। মাইকেলের সঙ্গে গত তিন মাস হল প্রেম করছেন শ্রুতি। সূত্রের দাবি, এক কমন ফ্রেন্ডের মাধ্যমে শ্রুতি-মাইকেলের দেখা। প্রেম দিবস একসঙ্গে পালনের জন্যে লন্ডন থেকে মুম্বাই উড়ে এসেছেন মাইকেল। এইমুহূর্তে মুম্বাইয়ে রাজকুমার সন্তোষীর বিপরীতে বহেন হোগি তেরি ছবিতে কাজ করছেন শ্রুতি। বুধবার ফের লন্ডন ফিরে যান মাইকেল। তার আগে দুজনকে একসঙ্গে বহু জায়গায় ঘুরতে দেখা গিয়েছে। এর আগে বহু অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে শ্রুতির। একসময় শোনা গিয়েছিল শ্রুতি রণবীর এবং ধনুষের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। এফ/২১:২২/১৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ktRaOk
February 17, 2017 at 03:30AM
16 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top