বিচারপতি শিবলীর আপিলের শুনানি ২৩ ফেব্রুয়ারি

tহাইকোর্ট বিভাগে দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে কাজ করার পরও স্থায়ী নিয়োগ না পাওয়া ফরিদ আহমদ শিবলীর রিট আবেদনের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার আদালত আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির এই দিন নির্ধারণ করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ বিষয়ে মনজিল মোরসেদ বলেন, বুধবার লিভ টু আপিল ফাইল করেছিলাম। আমরা আগামী রোববার আবেদনটির শুনানির আরজি জানিয়েছিলাম। অপরদিকে অ্যাটর্নি জেনারেল আমাদের আরজির আপত্তি জানিয়ে তা এপ্রিলে তারিখ দেয়ার কথা বলেছিলেন। পরে আদালত আগামী ২৩ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি শিবলীর করা রিট আবেদটি নিষ্পত্তি করে দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্ট রিটের বাদী ফরিদ আহমদ শিবলীকে আপিল বিভাগে যাওয়ার পরামর্শ দেন।

ফরিদ আহমদ শিবলীসহ ১০ জন ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরের দিন তারা শপথ নেন। ওইদিন থেকেই তাদের নিয়োগ কার্যকর হয়। গত ৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে হাইকোর্টে নিয়োগ পাওয়া ১০ অতিরিক্ত বিচারপতির মধ্যে ওই আটজনকে স্থায়ীভাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাকি দুজনের মধ্যে গত ১৫ ডিসেম্বর বিচারপতি জে এন দেব চৌধুরী পরলোকগমন করেন। অপরদিকে ফরিদ আহমদ শিবলীকে স্থায়ী করা হয়নি।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lP8f5n

February 16, 2017 at 09:19PM
16 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top