৩ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল চালু

hসিলেট-আখাউড়া রেল লাইনের কুলাউড়ার ভাটেরা রেলস্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল চালু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টায় কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ভাটেরা স্টেশনে পৌছার পর লাইনচ্যুত বগিটি সরানো হয়। এরপর এ লাইনে ট্রেন চলাচল চালু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কুলাউড়া জংশনে আটকাপড়া আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে এবং মাইজগাও স্টেশনে আটকা পড়া আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
তবে কুশিয়ারা ও ডেমু ট্রেন সিডিউল বিপর্যয়ে পড়েছে।

কুলাউড়া জংশনের সিনিয়র সাব এ্যাসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাস নয়া দিগন্তকে জানান, কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগি উদ্বার করার পর সন্ধ্যা সাড়ে ৬ টায় লাইন ক্লিয়ারিং হয়েছে। পাহাড়িকা ট্রেন চালু হয়েছে। পারাবত ট্রেনমাইজগাও থেকে ছেড়ে যাবে।
উল্লেখ্য, ফেঞ্চুগঞ্চ শাহজাহাল সার কারখানা থেকে সারবোঝাই মালবাহী ট্রেনটি মাইজগাও স্টেশন এলাকায় আসা মাত্র ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রাম রুটে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় ট্রেন চালু হয়েছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2llWR0g

February 16, 2017 at 09:17PM
16 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top