তিতাসে বাল্য বিয়ে; ইউপি চেয়ারম্যানসহ ৬ জনে নামে মামলা

তিতাস প্রতিনিধি ● তিতাসে ইউএনও’র নিষেধাজ্ঞা অমান্য করে বাল্য বিয়ে সম্পন্ন হওয়ার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে আসামী করে মামলা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মকিমা বেগম বাদী হয়ে বাল্য বিবাহ প্রতিরোধ আইনে তিতাস থানায় মামলাটি দায়ের করেন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের মিন্টু মিয়ার বাড়িতে গেলে বিয়ের আয়োজন দেখতে পেয়ে কনের জন্ম সনদ দেখতে চাইলে নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জি. সালাউদ্দিন স্বাক্ষরিত একটি জন্ম সনদ দেখালে তা অনলাইনে যাচাই করলে ভুয়া প্রমাণিত হয় এবং কনের অপ্রাপ্ত বয়স প্রমাণিত হলে উপজেলা নির্বাহী অফিসার বিয়েটি বন্ধ রাখার জন্য বলেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ইইএনওর সাথে বাক-বিতন্ড করেন এবং ইউএনও চলে আসলে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ও সহযোগীতায় বাল্য বিয়েটি সম্পন্ন হয়।

এই বিষয়ে নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জি. সালাউদ্দিন বাল্য বিয়ে সম্পন্ন হওয়ার ঘটনা অস্বীকার করে বলেন নির্বাহী অফিসার মহোদয় ঘটনাস্থলে আসলে আমি ওনাকে কথা দেই বাল্য বিয়ে হবেনা, তারপরেও তিনি কনেকে দেখতে আসা পার্শ্ববর্তি হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের সাবেক দু’ চেয়াম্যানসহ অন্যান্য অতিথিদেরকে আটক করে নিয়ে যেতে চাইলে আমি না নেওয়ার অনুরোধ করেছিলাম মাত্র। পরে তিনি রাগ করে চলে গিয়েছিলেন এবং আমার নামে তিনি থানায় একটি অভিযোগ করেছেন বলে শুনেছি।

উপজেলা নির্বাহী অফিসার মকিমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় বিয়ে সম্পন্ন হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় ইউপি চেয়ারম্যান ও বরসহ ৬জনকে আসামী করে মামলা করা হয়েছে।

The post তিতাসে বাল্য বিয়ে; ইউপি চেয়ারম্যানসহ ৬ জনে নামে মামলা appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2l4ax0c

February 04, 2017 at 11:43AM
04 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top