বিচার হল আপরাধীদের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ইসলামপুরঃ পাঁচবছরের শিশুকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অপরাধে সাজা পেল অভিযুক্তরা। শনিবার ইসলামপুর ফাস্ট ট্র্যাক সেকেন্ডের বিচারক অরুণ কুমার রাই সাজা ঘোষণা করলেন। যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করা হল। সূত্রের খবর, ডালখোলার সুভাষপল্লীর বাসিন্দা সঞ্জীব দেবনাথের মেয়েকে ২০১৪ সালের ২১ আগস্ট অপহরণ করে ওই এলাকারই বাসিন্দা প্রণব শর্মা এবং প্রসনজিৎ বিশ্বাস।

মুক্তিপণ নেওয়ার দিনই ডালখোলার হরিপুর বাইপাস সংলগ্ন এলাকায় একটি বাঁশঝাড় থেকে পরিত্যাক্ত একটি গাড়ি দেখতে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের। এরপরই ওই দুই অপরাধীদের পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসী। পুলিশের জেরায় তারা স্বীকার করে অপরাধের কথা।

আদালতের রায়ে খুশি শিশুটির বাবা। অভিযুক্ত প্রণব শর্মার বাড়ির লোকজনের দাবি, তাকে ফাঁসানো হয়েছে। তারা জানান, আদালতের রায়ের কপি হাতে পেলে হাই কোর্টে আপিল করবেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2kDS9dz

February 04, 2017 at 08:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top