উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালদাঃ ৩৪ নম্বর জাতীয় সড়কে অনৈতিকভাবে টোল ট্যাক্স আদায়ের প্রতিবাদ করে আন্দোলনে সোচ্চার হল মালদার মার্চেন্ট চেম্বার অফ কমার্স। মঙ্গলবার দুপুরে মালদা শহরের বাণিজ্য ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা।
এদিনের সাংবাদিক সম্মেলনে উজ্জ্বল সাহা বলেন, ‘১৯ অক্টোবর ২০১৬ থেকে মালদা জেলার গাজোল ও ১৮ মাইল টোল ট্যাক্স আদায় চালু করা হবে। এরপরই বারবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাস মালিক সংগঠনগুলি আন্দোলনে নামে। তারপর জেলাশাসকের মধ্যস্থতায় ১১০ টাকা পার ট্রিপে টোল ট্যাক্স নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। হঠাত্ই জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের পুরোনো সিদ্ধান্তে এসে ৪৫০ টাকা প্রতি গাড়িতে দিতে হবে বলে ফরমান জারি করে। ফলে বাস মালিকদের মধ্যে যথেষ্টই ক্ষোভ তৈরি হয়।’
তিনি বলেন, ‘এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, পরিবহণমন্ত্রী, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, টোল ট্যাক্স ডিপার্টমেন্টকে বারবার জানানো হলেও তারা এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি।’
তিনি আরও জানান, লাগামছাড়া টোল ট্যাক্সের তীব্র বিরোধিতা জানিয়ে আগামী ১৬ তারিখ টোল প্লাজা দিয়ে যে সমস্ত গাড়ি চলে, সেগুলি বন্ধ থাকবে। ১৭ ফেব্রুয়ারি জেলার সমস্ত পরিবহণ পরিসেবা বন্ধ রাখা হবে বলে উজ্জ্বলবাবু এদিন ঘোষণা করেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2jYPNqk
February 07, 2017 at 09:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.