মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ চিন্নামা থেকে ‘আম্মার’ চেয়ারে বসতে চলেছেন শশীকলা নটরাজন৷ তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রীর চেয়ারে চিন্নাম্মা শশীকলা নটরাজনের বসার সম্ভাবনা প্রবল৷ রবিবার এডিএমকে এক বৈঠকে তাঁকে দলনেত্রী নির্বাচন করে। এছাড়া এরপরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী ও পন্নিরসিলভম।

৫ ডিসেম্বরে জয়ললিতার মৃত্যুর পরই দলের পক্ষ থেকে ঘোষণা করা হয় আম্মার উত্তরাধিকারী হিসাবে শশীকলার নাম৷ এদিকে এডিএমকে প্রধান পদেও নির্বাচন করার কথা রয়েছে৷ দুটো পদেরই দায়িত্ব সামলাতে চলেছেন শশীকলা।



from Uttarbanga Sambad http://ift.tt/2lbz5jO

February 05, 2017 at 06:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top