দেশের হয়ে একের পর সম্মানের তাজ জিতেছেন এই তারকা ক্রিকেটাররা। তবে মাঠের বাইরে শিক্ষাগত যোগ্যতায় অনেকেই কম যান না, উজ্জ্বল তাঁরা বই পত্তরের দুনিয়াতেও... বিরাট কোহলি মাঠে রাজকীয় ঔদ্ধত্যে অনেককেই কাত করেছেন বিরাট কোহলি। বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়তেন বিরাট। ক্রিকেট অনুশীলন করতেন পশ্চিম বিহারে। স্কুল থেকে পশ্চিম বিহার অনেকটাই দূরে হওয়ায়, তিনি পরে সেভিয়ার কনভেন্ট স্কুলে ট্রান্সফার নিয়ে নেন। সেখানেই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হন তিনি। অজিঙ্কা রাহানে বিরাটের মতো ইনিও সাধারণ উচ্চমাধ্যমিক পাস। ডমভিলি এসভি জোশি বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। সুরেশ রায়না মাধ্যমিক পাস। রোহিত শর্মা তারকা এই ক্রিকেটারের শিক্ষাগত যোগত্যা মোটেই ভাল নয়। প্রাথমিক বিদ্যালয় ছাড়ার পর স্বামী বিবেকানন্দ মিশনে স্কলারশিপে নাম লেখান। সচিন তেন্ডুলকর বিরাট কোহলি, রাহানের মতো ইনিও সাধারণ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ। কলেজের মুখ দেখেননি। বীরেন্দ্র সহবাগ ক্রিকেটকে পাকাপাকি পেশা হিসেবে বেছে নেওয়ার আগে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। এই জামিয়া মিলিয়ারই ছাত্র ছিলেন শাহরুখ খান। যুবরাজ সিংহ বিদ্যালয়ে পড়ার সময় স্কেটিংয়ে চ্যাম্পিয়ন ছিলেন। ক্রিকেট-জীবন শুরু হওয়ার আগে উচ্চমাধ্যমিক পাস করেন। মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটে যোগ দেওয়ার আগে শুধুমাত্র দশম শ্রেণি পাস করেছিলেন। তবে খেলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে সমানভাবে উৎসাহী ছিলেন তিনি। নিজের ইচ্ছাতেই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হন। পরে জাতীয় দলে খেলার সময়েই রাঁচির সেন্ট জেভিয়ার্সে বি.কম বিভাগে নাম লেখান। ভিভিএস লক্ষ্মণ এমবিবিএস পড়ার মাঝেই জাতীয় দলে ডাক পান। রাহুল দ্রাবিড় সেন্ট জোসেফ কলেজের কমার্সের স্নাতক। সৌরভ গঙ্গোপাধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজের স্নাতক। পরে সাম্মানিক ডক্টরেট হয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন ইনফরমেশন টেকনোলজিতে বি.টেক করেছেন। ভারতীয় দলের বর্তমান স্কোয়াডে ইনিই আপাতত সবথেকে শিক্ষিত ক্রিকেটার। এফ/১৫:৫৫/০৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l2sw3F
February 03, 2017 at 10:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top