সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানের একমাত্র পুত্র সন্তান তৈমুরের নামকরণের বিতর্ক সবারই জানা। ভারতকে শাসন করতে আসা যোদ্ধা তৈমুর লঙের নামানুসারে সাইফ-কারিনা তাঁদের ছেলের নাম রাখায় টুইটার থেকে ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কে বিদ্রূপের মুখেও পড়তে হয় দুই বলিউড স্টারকেই। ছেলের নাম নিয়ে হওয়া কোনও বিদ্রুপেরই উত্তর দেনননি সাইফ-কারিনার কেওই। তবে আপনি কী এটা জানেন কারিনা কাপুরের নাম রাখার সময় কারিনা কাপুরের মা ববিতা কী ভেবে তাঁর নাম কারিনা রাখেন? ববিতা যখন গর্ভবতী তখন Anna Karenina-নামের একটি উপন্যাস পড়ছিলেন তিনি। লিও টলস্টয়ের লেখা সেই রাশিয়ান উপন্যাস পড়ে এতটাই অনুপ্রাণিত এবং প্রভাবিত হন তিনি যে নিজের ছোট মেয়ের নাম রাখেন কারিনা। এফ/১৫:৪২/০৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2k2K0vU
February 03, 2017 at 09:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top