কলকাতা, ০৩ ফেব্রুয়ারি- রাজ্যের নাম পরিবর্তন ঝুলেই রইল দিল্লির দরবারে। রাজ্য মন্ত্রিসভা এবং বিধানসভায় পাশ হওয়ার পর ছমাস কেটে গেলেও নাম বদলের সিদ্ধান্ত কার্যকর করা যাচ্ছে না। এবারের বাজেট অধিবেশনের আগে সেই চর্চাই ঘুরছে পরিষদীয় মহলে। বেশ কয়েকদফা উদ্যোগের পরেও বাংলা হল না পশ্চিমবঙ্গ। বিধিমতো রাজ্য বিধানসভায় পাশ হওয়া সেই সংক্রান্ত প্রস্তাব আপাতত আটকে রয়েছে দিল্লিতেই। সংসদে পাশ হয়ে ফিরে না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর করতে পারছে না রাজ্য সরকার। বিধানসভায় পাশ হওয়া নামবদলের সেই প্রস্তাব দিল্লিতে কী অবস্থায় রয়েছে, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে রাজ্য প্রশাসনে। এ ব্যাপারে চেষ্টা করেও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে বৃহস্পতিবার যোগাযোগ করা যায়নি। সরকারি সূত্রে জানা গিয়েছে, বিষয়টি সংসদীয় অনুমোদনের জন্য দিল্লিতে পাঠানো হয়েছে। সংসদে তা পাশ হলেই নতুন নাম ব্যবহার করতে পারবেরাজ্য সরকার। বামফ্রন্টের আমলে রাজ্যের নাম বদলের বিষয়ে উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই উদ্যোগ এগোয়নি। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে একই উদ্যোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই এ বিষয়ে প্রশাসনিক তত্পরতা শুরু করেন তিনি। গত অগস্টে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের নাম বদলের প্রস্তাব গ্রহণ করে তা বিধানসভায় আনা হয়। সরকারের প্রস্তাবিত নাম এবং তার প্রক্রিয়া নিয়ে বিরোধীরা সহমত না হলেও সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাশ হয়ে যায়। সর্বভারতীয় প্রেক্ষাপটে প্রশাসনিক কাজের সুবিধার জন্যই এই প্রস্তাব পাশে বিশেষ উত্সাহী ছিলেন মমতা। তাই বিরোধীরা প্রশ্ন তুললেও পাশ হওয়া প্রস্তাব দিল্লির প্রয়োজনীয় অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। সংসদে বাজেট অধিবেশনের মধ্যে আলোচনায় ফিরেছে রাজ্যের নামবদলের বিষয়টি। প্রসঙ্গত, তৃণমূল দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর অর্থলগ্নি সংস্থার প্রতারণা সংক্রান্ত বিল পাশ হয়েছে। বিধানসভা সূত্রের খবর, সেই বিল রাষ্ট্রপতির সম্মতি-সহ ফিরেও এসেছে। কিন্তু নামবদলের বিষয়টি এখনও ঝুলে। এফ/০৮:০০/০৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l2I8Ds
February 03, 2017 at 02:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top