কলকাতা, ০৩ ফেব্রুয়ারি- বিদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রেসিডেন্টের অফিসে অভিষেক হওয়ার পর থেকেই বিদেশিদের আমেরিকায় প্রবেশের বিষয়ে নানা প্রশাসনিক নির্দেশিকায় সই করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার ইঙ্গিত দিয়েছেন, এইচ-ওয়ান বি ভিসার ক্ষেত্রে কড়াকড়ি করতে পারে ট্রাম্প প্রশাসন। এইচ-ওয়ান ভিসা নিয়ে সাধারণত ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের কর্মীরা আমেরিকায় যান। মমতার উদ্বেগ তাঁদের নিয়েই। তিনি টুইট করেছেন, এই তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলিকে ও সেখানকার কর্মীদের রক্ষা করা উচিত। আর তাঁদের পাশে থাকা উচিত। মমতা আরও লিখেছেন, বিশ্বমানের ভারতীয় তথ্যপ্রযুক্তি পেশাদারদের নিয়ে আমরা গর্বিত। তাঁদের স্বার্থ রক্ষা করা আমাদের কর্তব্য। এফ/০৮:৩২/০৩ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2k7dXNY
February 03, 2017 at 02:33PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন