মুম্বাই, ২২ ফেব্রুয়ারি- নিলামের মধ্য দিয়ে আগমন বার্তা দিয়েছেন টি-টোয়েন্টির সব থেকে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গত সোমবার বসেছিল দশম আসরের নিলাম। এবারের নিলামে সবচেয়ে কম খেলোয়াড় দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। নিয়ম অনুযায়ী প্রতিটি দল সর্বোচ্চ ২৭ জন খেলোয়াড় তালিকাভুক্ত করতে পারবেন, সেখানে কলকাতা চুক্তির আওতায় নিয়েছে ২৩ ক্রিকেটারকে। সোমবারের নিলাম থেকে নয় জন ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করেছে দলটি। সর্বোচ্চ দামে কিনেছে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে। ৫ কোটি ভারতীয় রুপিতে বোল্ট এবারের আসরের কলকাতার হয়ে মাঠ কাঁপাবেন। এক নজরে কলকাতার ২৩ ক্রিকেটারের তালিকাঃ আগের আসর থেকে রেখে দেয়া ১৪ ক্রিকেটার- ১। আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) ২। সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ) ৩। সাকিব আল হাসান (বাংলাদেশ) ৪। ক্রিস লিন (অস্ট্রেলিয়া) ৫। কুলদীপ সিং যাদব (ভারত) ৬। মনিশ পান্ডে (ভারত) ৭। গৌতম গম্ভীর (ভারত) ৮। সুরিয়া কুমার যাদব (ভারত) ৯। পিযুশ চাওলা (ভারত) ১০। রবিন উত্থাপ্পা (ভারত) ১১। উমেশ যাদব (ভারত) ১২। ইউসুফ পাঠান (ভারত) ১৩। অঙ্কিত সিং রাজপুত (ভারত) ১৪। সেলডন জ্যাকসন (ভারত) সোমবার নিলামে কেনা ৯ ক্রিকেটার- ১৫। ট্রেন্ট বোল্ট ৫ কোটি ভারতীয় রুপি ১৬। ক্রিস ওকস ৪.২ কোটি ভারতীয় রুপি ১৭। কোল্টার নাইল ৩.৫০ কোটি ভারতীয় রুপি ১৮। রিশি ধাওয়ান ৫৫ লাখ ভারতীয় রুপি ১৯। ড্যারেন ব্রাভো ৫০ লাখ ভারতীয় রুপি ২০। রভম্যান পাওয়েল ৩০ লাখ ভারতীয় রুপি ২১। সায়ান ঘোষ ১০ লাখ ভারতীয় রুপি ২২। সঞ্জয় যাদভ ১০ লাখ ভারতীয় রুপি ২৩। ইষাঙ্ক জাগ্গি ১০ লাখ ভারতীয় রুপি এফ/০৮:৫০/২২ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kXrCEo
February 22, 2017 at 02:51PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন