ঢাকা, ২২ ফেব্রুয়ারি- সার্কাসের নাচনেওয়ালি, বাহারি পোশাক। চারদিকে বিশাল আকৃতির প্যান্ডেলে মোড়ানো সার্কাস দল। এর মাঝে সার্কাসের সুন্দরী। প্রথম নজরে দেখে চেনার উপায় নেই। এমন জয়াকে দেখা যাবে বিউটি সার্কাস শিরোনামের নতুন একটি ছবিতে। ছবিটি পরিচালনা করছেন মাহমুদ দিদার। ছবিতে জয়া আহসান একটি সার্কাসের মালিক। চরিত্রর নাম বিউটি। ১৫ দিন ধরে টানা একটি সার্কাস প্যান্ডেল বানিয়ে শুটিং হয়েছে। জয়া বলেন, সার্কাসের সুন্দরী হিসেবে অভিনয় করছি। এ ধরনের চরিত্র আমি এর আগে করিনি। সার্কাসের একজন মেয়ের চরিত্র এটাই প্রথম। তিনি আরো জানান, এই লটের শুটিংয়ে বেশ ভয়ঙ্কর কিছু দৃশ্যে অংশ নিতে হয়েছে। ঘোড়া ও হাতিতে চড়ার অভিজ্ঞতাও হয়েছে। অনেকটা অনিরাপদও ছিল, তবু ঠিকঠাক চরিত্র ফুটিয়ে তুলতে এই ঝুঁকি নিয়েছেন তিনি। নির্মাতা সূত্রে জানা গেছে, সার্কাসকে কেন্দ্র করে একজন নারীর যে টিকে থাকা তার গল্প বিউটি সার্কাস। সার্কাস পুড়িয়ে দেয়ার পরও হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে চলচ্চিত্রটিতে। এখানে পুরুষের ভূমিকাকে ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি প্রচলিত চলচ্চিত্রের ছক থেকে বেরিয়ে সমাজের নানা শ্রেণির মোড়ল ও ক্ষমতাধরদের আসল চরিত্র দেখা যাবে এই সিনেমার নায়কদের মাধ্যমে। চলতি বছরেই ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা আছে বলে জানান নির্মাতা মাহমুদ দিদার। ছবিতে আরো অভিনয় করেছেন ফেরদৌস, তৌকির আহমেদ, এবিএম সুমন প্রমুখ। এফ/০৯:০০/২২ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l5JJJq
February 22, 2017 at 03:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top