মুম্বাই, ২৭ ফেব্রুয়ারি- কঙ্গন রানা্ওয়াতের এখন সুসময় চলছে। যে ছবিতে অভিনয় করছেন তাতে দর্শক-ভক্তদের উচ্ছস্বিত ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। গত শুক্রবার কঙ্গনার রেঙ্গুন মুক্তি পেয়েছে। সেপ্টেম্বরে আসছে সিমরন। তারপর কেতন মেহেতার রানি লক্ষ্মীবাঈ। এই ছবিগুলির কাজ হয়ে গেলে পরিচালনায় হাত দেবেন কুইন কঙ্গনা। অানুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফের মত প্রযোজনা নয়, সরাসরি পরিচালনায় আসছেন তিনি। জানা গেছে, কঙ্গনা পরিচালনা করবেন একটি জীবনীভিত্তিক ছবি। তিনিও অভিনয় করবেন তাতে। সামনের বছর শুরু হবে এই ছবির কাজ। কঙ্গনার মতে, এখনই নিজেকে আরও প্রসারিত করার শ্রেষ্ঠ সময়। অভিনয়ের পাশাপাশি সেই ছবি পরিচালনা করতেও এর আগে কোনও বলি অভিনেত্রীকে দেখা যায়নি। কঙ্গনা নিজে স্বীকার করে নিয়েছেন এ খবর। জানিয়েছেন, অন্যভাবেও নিজেকে ছড়িয়ে দিতে চান তিনি। তবে কার জীবনী নিয়ে বলিউডের কুইন বায়োপিক করবেন, তা রহস্যই রেখেছেন। এফ/২২:১০/২৭ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mD6ZyM
February 28, 2017 at 04:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top