ইসকনে চুরির কিনারা, ধৃত ৩

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ থানায় অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই ইসকন মন্দিরে চুরির ঘটনায় অভিযুক্ত তিন নাবালককে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।

সোমবার সাংবাদিক বৈঠকে শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা জানান, শনিবার মাঝরাতে ইসকন মন্দিরের দানপাত্র চুরি হয়। এই অভিযোগের পর থেকে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায়। সোমবার ভোরে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে প্রায় ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। নিজের দোষ স্বীকার করে ধৃতরা জানিয়েছে, বাকি টাকায় তারা জামাকাপড় কিনেছে। অভিযুক্তদের মধ্যে আরও ১ জনের তল্লাশি চলছে। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি জুভেনাইল আদালতে তোলা হবে।

এছাড়াও পুলিশ কমিশনার জানান, গত কয়েকদিনে ভক্তিনগর এবং প্রধাননগর থানা এলাকা থেকে চুরি হওয়া ৭টি মোটর বাইক এবং ১টি চারচাকা গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2lro0vp

February 27, 2017 at 10:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top