নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি- থাঙ্গারাসু নটরাজের বাবা একজন কুলি। তার মা রাস্তার পাশে একটি ছোট্ট দোকান চালান। পাঁচ সন্তানের মধ্যে একমাত্র নটরাজ ছোটবেলা থেকেই ক্রিকেটে আসক্ত হয়ে পড়েন। দ্য হিন্দুর করা প্রতিবেদন অনুযায়ী নটরাজ প্রায় ২০ বছর বয়স পর্যন্ত টেনিস বল দিয়েই ক্রিকেট খেলেছেন। এমনকী ক্রিকেটের আসল মাঠ কেমন হয় সেটাও কখনো নিজ চোখে দেখেনি। সে কারণেই আইপিএলে তার অন্তর্ভূক্তি সবাইকে বিস্মিত করেছে। ছেলেটি এক মুহূর্তেই কোটিপতি বনে গেলেন। আইপিএলের দশম আসরের নিলামে কিংস ইলেভেন পাঞ্জাব ৩ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে থাঙ্গারাসু নটরাজকে। তার ভিত্তিমূল্য ছিল মাত্র ১০ লাখ রূপি। সেখান থেকে শেষ পর্যন্ত তাকে ৩ কোটি রূপিতে দলে নেয় পাঞ্জাব। তবে মেধা আর কঠোর পরিশ্রম দিয়ে তিনি সবার নজর কেড়েছেন। ২০১০-১১ সালে তিনি চেন্নাইতে চলে যান। সেখানে তিনি জলি রোভার্সের হয়ে খেলার সুযোগ পান। সেখানে রবীচন্দ্রন অশ্বিন ও মুরালি বিজয়ের মতো খেলোয়াড়রা আসতেন। কিন্তু নটরাজের জীবনে সবচেয়ে বড় ঘটনা ঘটে গেল বছর। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে তিনি দিঙ্গিগুল ড্রাগনসের হয়ে খেলার সুযোগ পান। সেখানে খেলার সময়ই তিনি আইপিএলের ফ্র্যাঞ্জাইজিদের নজরে আসেন। এফ/১৫:৩৩/২১ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kU6TkO
February 21, 2017 at 09:40PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন