মুম্বাই, ১৫ ফেব্রুয়ারি- প্রেমদিবস নিয়ে ঠিক কী ভাবেন অভিনেত্রী পাওলি দাম? ছোটবেলার ক্রাশ ছিল কি কেউ? প্রেম নিয়ে নানা টুকরো স্মৃতি শেয়ার করলেন এ প্রতিবেদকের সঙ্গে। ভ্যালেন্টাইনস ডে নিয়ে ঠিক কী ভাবেন পাওলি? তাঁর ছোটবেলায় এমন কেউ ছিল কি যাঁকে একবার দেখার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়তেন? অভিনয় জগতে আসার আগে কীভাবে কাটত তাঁর ভ্যালেন্টাইনস ডে? এমন হাজারো প্রশ্ন নিয়েই দূরভাষে কথা হল পাওলির সঙ্গে। ছোটবেলার কথা উঠতেই বললেন, আমি এমন একটা পরিবারে বড় হয়েছি, যেখানে ফুটবলকে খুব গুরুত্ব দেওয়া হতো। আমার বাবা ফুটবল খেলতেন। আমার ভাই ফুটবল খেলত। সব মিলিয়ে ফুটবল বিষয়টা আমার জীবনে অনেকটা বড় আকারে ছিল। তাই আমার ফার্স্ট ক্রাশও ছিলেন একজন ফুটবলার বেবেতো। এই ব্রাজিলিয়ান ফুটবলারের উপর প্রচণ্ড ক্রাশ ছিল আমার। এ তো গেল ছোটবেলার স্টারক্রাশ কিন্তু বড় হয়ে বাস্তবে কারও উপর কি ক্রাশ হয়েছিল পাওলির? জানা গেল, সেই সুযোগটাই পাননি তিনি কারণ প্রথমত পড়তেন গার্লস স্কুলে আর দ্বিতীয়ত আঁকার ক্লাস হোক বা টিউশন সব সময় ওঁর মা থাকতেন সঙ্গে। তাই টিনএজে ক্রাশ হওয়ার সুযোগ খুব একটা আসেনি পাওলির। কিন্তু একটা ঘটনা তাঁর এখনও মনে আছে সেটা ছিল পুজোর সময়। আমার মনে আছে আমাকে একজন একটা লেটার ছুড়ে দিয়েছিল। তখন আমি আর্লি টিন। আর ওইদিন ওখানে আমরা মানে আমাদের পরিবারের সবাই একসঙ্গে ছিলাম কিন্তু তার মধ্যেই ওই ব্যাপারটা ঘটেছিল! খুবই দুঃসাহসিক একটা কাজ করে ফেলেছিল সেই ছেলেটি, বলাই বাহুল্য। কিন্তু ভ্যালেন্টাইনস ডে নিয়ে ঠিক কী ভাবেন পাওলি? ওঁর ছোটবেলায় কি এতটা জনপ্রিয় ছিল প্রেমদিবস? পাওলি বললেন, হ্যাঁ, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে, এটা তো বরাবরই দেখে এসেছি আমার বন্ধুরা এই দিনটাকে সেলিব্রেট করছে। কার্ড দেওয়া-নেওয়ার একটা ট্রেন্ড ছিল আমাদের ছোটবেলায়, এখনও আছে। তবে আমি পার্সোনালি একটাই ভালবাসার দিন বলে বিশ্বাস করি না। তাহলে কি এবছর প্রেমদিবসে কোনও প্ল্যান নেই পাওলির? পাওলি জানালেন, আসলে এবছর তো আমার ছবি দেবী রিলিজ করেছে ১০ ফেব্রুয়ারি। এটা একটা প্রেমেরই ছবি, দেবদাসের ফিমেল ভার্সন। এই ছবিরই কিছু ইভেন্ট রয়েছে, সেই নিয়েই ব্যস্ত আর তার পরে আর তেমন কিছু প্ল্যান নেই। কিন্তু আমি চাইব সবাই এইদিনটা সেলিব্রেট করুন, প্রিয়জনদের সঙ্গে, পরিবারের সঙ্গে দিনটা খুব ভালভাবে কাটান অ্যান্ড প্লিজ ওয়াচ দেবী, প্লিজ সাপোর্ট বাংলা সিনেমা। আর/১৭:১৪/১৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kSi2Gg
February 16, 2017 at 12:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন