মুম্বাই, ১৫ ফেব্রুয়ারি- গড়াপেটার অভিযোগ থেকে মুক্ত হয়েছেন আগেই। এবার বাইশগজেও সসম্মানে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন শান্তাকুমারন শ্রীশান্ত। ২০১৩ সালে আইপিএল চলাকালীন ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে অঙ্কিত চহ্বন ও অজিত চাণ্ডিলার সঙ্গে শ্রীসন্থকে বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে আজীবন নির্বাসনে পাঠানো হয়েছিল। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে আদালত ক্লিনচিট দিলেও বোর্ড আজীবন নির্বাসনের সিদ্ধান্ত বহাল রেখেছিল। এই কারণে কিছুদিন আগে স্কটল্যান্ড প্রিমিয়ার লিগে খেলার জন্য শ্রীসন্থকে বোর্ড ছাড়পত্রও দেয়নি। তবে মাঠে ফেরার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে তাঁর। চলতি মাসের ১৯ তারিখেই প্রথম ডিভিশনের লিগে এর্ণাকুলাম ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নামবেন তিনি। এক সর্বভারতীয় প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীসন্থ দাবি করেন, বোর্ডের তরফে রাজ্য অথবা জেলার কোনও ক্রিকেট সংস্থার কাছে আজীবন নির্বাসনের কোনও সরকারি চিঠি পাঠানো হয়নি। তাহলে আম্পায়াররা কীভাবে আমাকে ম্যাচ খেলা থেকে বিরত রাখতে পারেন! এরপরেই শ্রীশান্তের সংযোজন, তিহার জেলে থাকার সময় বোর্ডের তরফে কেবলমাত্র সাসপেনশনের চিঠি পাঠানো হয় আমার কাছে। মিডিয়ার কাছে আজীবন নির্বাসনের কথা বললেও সরকারিভাবে বোর্ড আমাকে কোনও চিঠি, মেল বা ক্যুরিয়ার পাঠায়নি। নিজের প্রত্যাবর্তন যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ হয় সেজন্য ইতিমধ্যেই আইনজীবীর দ্বারস্থ হয়েছেন শ্রীশান্ত। যদিও বোর্ডের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, শ্রীসন্থ যে ক্লাবের হয়ে নামবেন, সেই ক্লাবকেও প্রয়োজনে সাসপেন্ড করা হবে। শ্রীশান্ত বনাম বোর্ড আইনি প্রশ্নে শেষ হাসি কে হাসেন, সেটাই আপাতত দেখার। আর/১৭:১৪/১৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ljhAkN
February 16, 2017 at 12:48AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন