মুম্বাই, ১২ ফেব্রুয়ারি- শুরু থেকেই জটিলতা ছিল অক্ষয় কুমারের জলি এলএলবি-২ ছবিকে ঘিরে। সুভাষ কাপুর পরিচালিত ছবিটি আদালত কেন্দ্রিক। শেষ পর্যন্ত বাধা পেরিয়ে গত শুক্রবার মুক্তি পেল বহু প্রতিক্ষীত ছবিটি। মুক্তির প্রথম দিনেই ১৪ কোটি রুপির ব্যবসা করেছে অক্ষয় কুমারের ছবিটি। ২০১৩ সালে মুক্তি পাওয়া জলি এলএল বি ছবির সিক্যুয়েল এটি। আর যারা দেখেছিলেন আগের সিক্যুয়েলটি, তাদের এই ছবিটি ঘিরে উচ্চাশার পারদ ছিল অনেকটাই বেশি। আর তারই প্রমাণ মিলল এই ছবির বক্স অফিস কালেকশন দেখে। আইনজীবী জগদিশ্বর মিশ্র ওরফে জলি এই ছবির মূল চরিত্র। এই চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। অসম্ভব প্রতিকূলতা বাধাবিঘ্ন অতিক্রম করে অবশেষে সাফল্যের শীর্ষে উঠেছেন তিনি। তার ক্যারিয়ারের মাঝে আচমকাই এক কঠিন কেস সামনে আসে। আর সেটিই হয়ে ওঠে তার জীবনের সাফল্যের চাবিকাঠি। সুভাষ কাপুর পরিচালিত এই ছবিটিতে অক্ষয় কুমারের অভিনয় প্রশংসা পেয়েছে দর্শক ও সমালোচল মহল থেকে। অপরদিকে ছবির নায়িকা হুমা কুরেশিও তার নিজের চরিত্রে অনবদ্য। ছবিটি দেখে আগের ছবির নায়ক আরশাদ ওয়ারসি টুইটারে একটি বার্তা দেন। শুধু তিনিই নন, ট্রেড অ্যানালিসিস্ট তারান আদর্শও ছবিটির প্রশংসা করেন টুইটের মাধ্যমে। সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এফ/২০:৫৩/১২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kWtmzx
February 13, 2017 at 02:55AM
12 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top