আরও অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল উদয়ন

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, বাঁকুড়াঃ উদয়নকে জেরায় উঠে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। আকাঙ্খা ছাড়াও একাধিক যুবতির সঙ্গেও ছিল উদয়নের সম্পর্ক। স্বীকারোক্তি উদয়নের। জয়শ্রী ও পূজা খাটোয়ানি নামে ভোপালের দুই যুবতির সঙ্গে ছিল প্রেমের সম্পর্ক। জয়শ্রী ছিল উদয়নের মায়ের সহকর্মীর মেয়ে।

বিয়ে করতে চেয়েছিল জয়শ্রীকে। কিন্তু পরিবারের আপত্তি থাকায় বিয়ে পর্যন্ত সম্পর্ক পৌঁছতে পারেনি, জানিয়েছে উদয়ন। জয়শ্রীর খোঁজ শুরু করা হয়েছে, তবে পাওয়া যায়নি কোনো সন্ধান। তাকেও মেরে ফেলা হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ।
এদিকে, পূজা খাটোয়ানির সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় উদয়নের। পুজার বেশকিছু আপত্তিকর ছবিও এসেছে পুলিশের হাতে। তবে কারোর ব্যপারেই সন্তোষজনক কোনো তথ্য আসেনি পুলিশের কাছে।
উদয়ন আরও জানায়, ভোপালে বিকাশ সিংহ নামে এক যুবকের সঙ্গে কথা বলতেন আকাঙ্খা। এর জেরেই হত অশান্তি এবং আকাঙ্খাকে মারার পরিকল্পনা।
পুলিশ সূত্রের খবর, ভোপালে মায়ের ডেথ সার্টিফিকেট এবং বাবার নামে দুটি জাল পাসপোর্টও তৈরি করে উদয়ন।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2lxS4cv

February 12, 2017 at 08:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top