অচিরেই ময়মনসিংহ-সিলেট রেলপথে আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি বলেছেন, ময়মনসিংহের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক।
জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর রেলপথে ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপনে সরকারের নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবি সংগঠন ‘জনউদ্যোগ’ শনিবার দুপুরে ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে ওই সমাবেশের আয়োজন করে।
সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, কমিউনিষ্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জাসদের জেলা সাধারন সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, জাসদ নেতা রতন সরকার ও সাংস্কৃতিক কর্মী অ্যাডভোকেট আব্দুল মোতালেব লাল প্রমুখ।
সমাবেশ শেষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউনহল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর মন্ত্রীপরিষদের সভায় জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর রেলপথে ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপনে সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়। প্রকল্পটি বাস্তবায়নে চীন সরকারের আর্থিক সহায়তায় ৬ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়। ২০১৮ সালে প্রকল্পের কাজ শুরু এবং ২০২১ সালে মধ্যে জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2m7o7MT
February 18, 2017 at 04:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন