মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় বস্তু ছোঁড়া হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে। ফ্লোরিডা অঙ্গরাজ্য শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়োজিত বিশেষ বাহিনী সিক্রেট সার্ভিসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন।
পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মারা লাগো অবকাশ যাপন কেন্দ্রে যাওয়ার পথে ট্রাম্পের গাড়িবহর লক্ষ্য এটি ছোঁড়া হয়। অজ্ঞাত পরিচয় বস্তুটি পাথর হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভ্রাম্যমান সাংবাদিকদের বরাত দিয়ে একটি খবরে জানান হয়েছে।
এ নিয়ে তদন্ত চলছে উল্লেখ করে আরো বলা হয়েছে, বস্তুটি কী সে বিষয় নিশ্চিত হতে চায় সিক্রেট সার্ভিস। ঘটনার পর ওই স্থান থেকে পাম বিচ পুলিশের অপরাধ বিভাগ দু”টি বস্তু সংগ্রহ করেছে এবং তা নিয়ে গেছে।
কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প পাম বিচে রয়েছেন এবং আমেরিকা সফরকারী জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে এখানেই বৈঠক করেন তিনি।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lV1ijn
February 18, 2017 at 04:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.