জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে চলছে চুল ছেঁড়া বিশ্লেষন

index

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে প্রার্থীরা ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। দিন যত ঘনিয়ে আসছে ততই ভোটারদের মনে সরব উতসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে উপজেলা পরিষদের নির্বাচনকে ঘীরে পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নের হাটে বাজারে চায়ের দোকানে ভোটাররা প্রার্থীদের নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষন করছেন। আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত এ উপজেলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। এদিকে আওয়ামী লীগের দলীয় মতবিরোধ থাকলেও নির্বাচনের তফশীল ঘোষনার পর থেকেই তৃনমুল নেতাকর্মীরা মতবিরোধ ভুলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন।

আওয়ামী লীগের প্রবীন নেতা জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক সিদ্দিক আহমদ ইতোমধ্যে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দফায় দফায় নির্বাচনী মতবিনিময়সভা করেছেন। ভোটারদের সাথে আলাপকালে অনেকেই মন্তব্য করেছেন চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন বিপুল ভোটে বিজয়ী হবেন। আওয়ামীলীগ রাজনীতির একজন নীতিবান নেতা ছাড়াও আকমল হোসেনের রয়েছে উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা। এদিকে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান জেলা বিএনপি নেতা আতাউর রহমানেরও উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। উপজেলা নির্বাচনকে ঘীরে বিএনপির শীর্ষ ও তৃনমূল নেতাকর্মীরা এক হয়ে তাদের দলীয় প্রার্থীকে বিপুল ভোটে চেয়ারম্যান পদে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী হয়ে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা মনোনয়নপত্র দাখিলের পর থেকেই উপজেলার প্রত্যন্ত গ্রামে, হাট-বাজারে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সেই সাথে পুরনো এবং নতুন আত্মীয় স্বজনদের ক্বদর বেড়েছে। প্রার্থীরা ঘরে ঘরে যাওয়ার পাশাপাশি মোবাইল ফোনে ভোট প্রার্থনা করছেন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন গতকাল রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে মুক্তিযোদ্ধাদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। এছাড়াও তিনি জেলায় অবস্থানরত জগন্নাথপুর উপজেলার আইনজীবিদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন এবং নির্বাচনে তাকে বিজয়ী করতে সকলের সার্বিক সহযোগিতা ও ভোট প্রার্থনা করেছেন।

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুহেল আহমদ খান টুনু দিনভর উপজেলার মীরপুর ও পাটলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গনসংযোগ করেছেন। গনসংযোগকালে উপজেলা যুবদলের আহবায়ক এম এ কয়েছ, উপজেলা বিএনপি নেতা আব্দুল হান্নান, আব্দুল আজিজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনহার মিয়া, এম এম সুহেল, মীরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক নেওয়ার খান, আশারকান্দি যুবদল নেতা মালেক খান, ইউসুফ খান, মীরপুর ইউনিয়ন যুবদল নেতা ফয়ছল আহমদ, আকবর মিয়া, শাহিন মিয়া, ফখরুল হোসেন, খসরু মিয়া, এরশাদ মিয়া, আশারকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা বাবুল খানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lLNUK6

February 14, 2017 at 09:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top