নিজস্ব প্রতিবেদক ● বৃহস্পতিবার থেকে কুমিল্লাসহ সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর (২০১৭) কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলার ২৪১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ১ লক্ষ ৮৩ হাজার ৭’শ ২৪ জন পরীক্ষার্থী।
গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ২৩ হাজার ১৬৭জন। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার আয়োজন করতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও কেন্দ্র কমিটি।
তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর নকল প্রবনতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বলে কুমিল্লার বার্তা ডটকমকে জানান শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ।
কুমিল্লা বোর্ড সূত্রে জানা যায়, সারাদেশে ০২ ফেব্র“য়ারী (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে কুমিল্লার ৯১টি কেন্দ্রে ৫৭৭টি স্কুলের ৬২ হাজার ৮৭৭জন, চাঁদপুরের ৩৯টি কেন্দ্রে ২৭৪টি স্কুলের ২৮ হাজার ১২৯জন, ব্রাহ্মনবাড়িয়ার ৩৯টি কেন্দ্রে ২২৮টি স্কুলের ২৭ হাজার ৮৬৯জন, ফেনীর ১৬টি কেন্দ্রে ১৭৭টি স্কুলের ১৭ হাজার ২১২জন, লক্ষীপুরের ১৯টি কেন্দ্রে ১৬৪টি স্কুলের ১৪ হাজার ৮৮০জন ও নোয়াখালীর ৩৭টি কেন্দ্রে ২৭৭টি স্কুলের ৩২ হাজার ৭১৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।
এদের মধ্যে ছাত্র রয়েছে ১ লক্ষ ৪১০জন ও ছাত্রী রয়েছে ৮৩ হাজার ২৭৪জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৭ হাজার ১’শ ৭৬ জন, মানবিকে ৫৫ হাজার ২’শ ৯৩ জন ও ব্যবসা শিক্ষায় ৮১ হাজার ২৫৫ জন। গত বছরের তুলনায় এ বছর শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২৬টি ও পরীক্ষার্থী বেড়েছে ২৩ হাজার ১৬৭জন।
বর্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আসন সমন্বয়সহ পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চলতি বছর থেকে কুমিল্লায় সদর দক্ষিণ-২ নামে (১০৮) সুয়াগঞ্জ টি.এ হাই স্কুল এন্ড কলেজে ১টি, চাঁদপুরে মতলব দক্ষিণ-৫ নামে (৩৫১) আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে ১টি, ব্রাহ্মনবাড়িয়ায় সরাইল-২ নামে (৪৩৬) শাহ্বাজ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১টি, ফেনীতে সোনাগাজী-৪ নামে (৬১৫) সোনাগাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১টি ও ফেনী-৬ নামে (৬০৫) ধনিয়া উচ্চ বিদ্যালয়ে ১টি এবং নোয়াখালীতে বেগমগঞ্জ-৬ নামে (৫১০) একলাশপুর উচ্চ বিদ্যালয়ে ১টি নতুন কেন্দ্র অনুমোদন করা হয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকের তত্বাবধানে ও পরীক্ষার অন্যান্য উপকরনাধি সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের বুঝিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা পরিচালনায় কোন ধরনের অনিয়ম বা দায়িত্ব অবহেলার বিরুদ্ধে সংশ্লিষ্ট সবাইকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বোর্ড চেয়ারম্যানমহোদয়।
The post এবার কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮৩ হাজার appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2jWsj3F
February 01, 2017 at 05:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন