সোহরাব সুমন ● বখাটেদের হুমকির মুখে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে মুরাদনগরের এক শিক্ষার্থীর। সম্প্রতি বখাটেরা হামলা চালায় তাদের বাড়িতে। পিটিয়ে গুরুতর আহত করে বাবা-মাকে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
মুরাদনগর নুরুন্নাহার বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফারজানা আক্তার রুবাইয়া। বাড়ি দখলকে কেন্দ্র করে স্থানীয় কিছু বখাটে দুর্বৃত্ত সম্প্রতি তাদের বাড়িঘরে হামলা চালিয়ে তার বাবা-মাসহ ৬ জনকে আহত করেন। ওই ঘটনায় রুবাইয়াকেও লাঞ্ছিত করা হয়।
এরপর থেকে নিয়মিত হুমকি দিচ্ছে বখাটেরা। স্থানীয়ভাবে প্রভাবশালী এসব বখাটের ভয়ে ঘর থেকেই বের হতে পারছে না মেয়েটি।
এদিকে ঘটনাটি আরটিভিতে প্রচারের পর হামলাকারীরা রুবাইয়াকে অপহরণের হুমকি দেয়। একপর্যায়ে তারা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না দেয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকেও চাপের মধ্যে রাখে বলে অভিযোগ পাওয়া যায়। রুবাইয়ার হাতে প্রবেশপত্র এলেও সন্ত্রাসীদের অপহরণ হুমকিতে সে এখন আতঙ্কের মধ্যে রয়েছে। তাকে নিয়ে উদ্বিগ্ন গোটা পরিবার।
বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অভিভাবক ও আত্মীয়-স্বজনদের আশা এসএসসিতে ভালো ফলাফল করবে রুবাইয়া। প্রস্তুতিও ছিল অসাধারণ। কিন্তু গেলো বৃহস্পতিবার বিকেলে রুবাইয়াদের বাড়িতে হামলার পর সে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে বলে জানান তার সহপাঠী ও প্রতিবেশীরা।
তারা বলেন, রুবাইয়ার জীবন হুমকির মুখে। পাশাপাশি তার পরীক্ষা দেয়াও অনিশ্চিত। তাদের দাবি রুবাইয়া যেন নিরাপদ ভাবে পরীক্ষা দিতে পারে।
অন্যদিকে রুবাইয়াসহ সব এসএসসি পরীক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে, স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল কাদের বলেন, মেয়ে পরীক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। হুমকির ব্যাপারে অভিযোগ আসলে আইনি পদক্ষেপ নেয়া হবে।
মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, তার পরীক্ষা দেয়াসহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা পুলিশ করবে।
The post বাবা-মাকে মারধর, মেয়েকে হুমকি, পরীক্ষা অনিশ্চিত appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2jUuRgh
February 01, 2017 at 05:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন